সুমন নস্করের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

সুমন নস্করের ছড়া






 

 

 

অতীত স্মৃতি


খেঁজুর পাতার খলপা বুনে ধান শুকাতো বুড়ি,
কাপড় জুড়ে নকসি কাঁথা সিংতো কাকি খুড়ি।
কুটুম যখন আসত বাড়ি ঝেঁতলা দিত পেতে,
জামবাটিতে দিত ভাজা ঘরের মুড়ি খেতে।
বুড়ো দাদু টানতো হুঁকো তিন মাথাতে বসে,
ভড়ভড়িয়ে ছাড়তো ধোঁয়া এক্কেবারে কোষে।
উঠত আওয়াজ ভুড়ুত ভুড়ুত লম্বা রকম টানে,
টানতো বুড়ো ডাব্বা ধরে তাইকে বুড়ির পানে।
আর দেখি না এমন ছবি সে দিন গেছে ঘুচে,
হাইরে গেছে দিনগুলো সব এক্কেবারে মুছে।
========================





সুমন নস্কর
বনসুন্দরিয়া।। মগরাহাট।। দক্ষিণ ২৪ পরগনা