কবিতা : তপন কুমার মাজি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা : তপন কুমার মাজি



 

    

 

 

 

 

 রিক্ত মাঠ

                  

প্রতিনিয়ত আগুন বুনতে বুনতে 
অপাংক্তেয় মাঠের গর্ভে যেমন নিষিক্ত হয়ে যায় 
এক একটি আশ্চর্য আগ্নেয়গিরি,
অনাবৃষ্টির শূন্য উঠোনে হাপিত্যেশ করতে করতে 
আকাশমুখী চাতকচঞ্চুও তেমন হয়ে যায় একসময় তীক্ষ্ণ তরবারি।

কোলাহলের হল্কা থেকে যখন হঠাৎ ভেসে আসে গল্পগুচ্ছের বারোমাস্যা গান--
উদোমঘাটের শঙ্খতারায়,
গান শুনতে শুনতে তখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে মন ফকিরা, 
নদীখাটের শান্ত বিছানায়।

কালঘুমের স্বপ্নে দেখি, 
কে যেন একবুক পাঁচালি আউড়িয়ে ধান ভেনে   চলেছে ফেরিঘাটে,
মুখে খৈ ওড়ানোর সুর--ফাঁকিবাজের ঢেঁকিশালে,
ঘোমটা মাথায় বিন্নিবৌয়ের মতো, 
গড়ের রিক্ত মাঠে...!
=================















 তপন কুমার মাজি
  কোর্টমোড়, আসানসোল
----------------------------------------------------------