কবিতা -- প্রণবকুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা -- প্রণবকুমার চক্রবর্তী



 

ঠিকানা ভারতবর্ষ

                

এই ক্যানভাসেই আকা ছিলো ছবি - ভারতবর্ষ
মাটির ঘর
সোনালী ধানের ক্ষেত
মেঠো পথ , আঁকা-বাঁকা নদী
সনুজ বনানী আর 
                      নীল আকাশ... 
পড়ন্ত সূর্যের বেলায় আরণ্যক মেয়ে
এসে দাঁড়াতো নদীর পাড়ে
খোপায় গোজা থাকতো রজনীগন্ধা
গলায় লাল পলাশের মালা.... 
কম্পমান জলজ শীত্কারে
আমন্ত্রণ জানাতো 
                     ক্লান্ত রাখাল যুবককে     
চোখে রঙিন স্বপ্নের ছোঁ.... 
ভারি সুন্দর সেই ছবি
যেন ঐশ্বর্যের প্রাণপ্রাচুর্যে ভরা 
               এক স্নেহময়ীী মায়ের পরশ ....   
এখানেই একদিন 
যে মানুষ জ্বেলেছিলো 
সভ্যতার আলো আর   
                      চকমকি পাথরের আগুন  
হিংস্র বাতাস 
সেই আগুন বুকে ধরে ছড়িয়েছে
মন থেকে ঘরে , 
পাহাড়, অরণ্যে আর 
                       মাটির মানুষের বুকে
অবিশ্বাসের দামামা
আকাশে ঠেলে তুলেছে মাটির আগুন... 
পুড়ছে বুক
পুড়ছে মুখ
চোখের জলে একাকার সব -
                    পথ-ঘাট আর গেরস্ত জীবন 
নষ্ট অকুস্থল
নষ্ট সেই ছবির ক্যানভাস
অবলুপ্ত হয়েছে প্রায় সব ছবি 
শুধুমাত্র মনের কোনে জেগে থাকা
কিছু ফিকে রঙ আর 
আগুনে পোড়া কালচে সোনালী ফ্রেম
এখনও জানান দেয় ঠিকানা 
এটাই ভারতবর্ষ -  
                   আামার জন্মভূমি....    


========================





প্রণবকুমার চক্রবর্তী, ৩৭/১, স্বামী শিবানন্দ রোড,
 চৌধুরীপাড়া, বারাসাত, কোলকাতা - ৭০০১২৪
 মো নং ৮৭৭৭৬৮৫৯৯২।