দুটি কবিতা -- অনন্য বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

দুটি কবিতা -- অনন্য বন্দ্যোপাধ্যায়

 

ভিজবো উল্লাসে 

        



কত মানুষের কাছে আসন্ন বিহানের খবর পৌঁছে যায়নি
কত মানুষের কাছে রাত্রি শেষ হওয়ার নয় 
তারা এখনো বিষাদ সাগরে ডুবে 
তারা এখনো ডুবে ডুবে ভেসে উঠছে 

আমি খবর পৌঁছে দেবো 
রাত্রির ঝরা পালক দেখিয়ে দেবো ওদের 
বিষাদ সমুদ্র শুকিয়ে যাবে 
ওদের ডোবাতে পারবে কেউ আর 

মেঘ ডাকবে । ঝড় উঠবে । বৃষ্টি হবে জোর ।
আমি সকলের সঙ্গে আবরণহীন ভিজবো উল্লাসে ।



যে কথা বলেনি কেউ 

         


ঝড়ের মতো গর্জন করে ওঠো
ওঠো ঘুম থেকে জেগে 
কেউ তোমাকে আসন পেতে দেবে না 
দেবে না কেউ একটু শীতল ছোঁয়া 
মমতাহীন এক বিশ্বের বাসিন্দা তুমি 
তুমি সমুদ্রের মতো গর্জন করে ওঠো 
ওঠো প্রলয়ের মতো জেগে 

নদীর মতো শব্দহীন বয়ে গেলে
চোখের জলে ভেসে যাবে একদিন তুমি 

তুমিই হয়ে উঠবে একদিন শিশির 
তুমিই বৃষ্টি হবে 
তুমিই সকালের সূর্যের মতো ঘুম ভাঙাবে সকলের
=====================

অনন্য বন্দ্যোপাধ্যায়
লাভপুর ,গুরুপল্লী ,বীরভূম 
দূরভাষ -- 7908600710