শব্দ-প্রভা ১ : নিরাশাহরণ নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

শব্দ-প্রভা ১ : নিরাশাহরণ নস্কর

  •  শুরু হল শব্দছকের এই নতুন বিভাগ। 
  •  আপনারা প্রকাশিত ছকটির সমাধান পাঠান e-mail বা whatsapp-এ। 
  • সঠিক উত্তরদাতাদের নাম, ঠিকানা ও ছবি আগামী সংখ্যায় প্রকাশিত হবে। এবং লটারির মাধ্যমে একজন সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করা হবে। 
  • ই-মেল: nabapravatblog@gmail.com
  • whatsapp: 9433393556
  • সমাধান পাঠানোর শেষ দিন: 10/12/2019 

 

পাশাপাশি:

১। চিঠিপত্র ৪। প্রাপ্তি, মুনাফা ৬। সূতাকাটার ঘরোয়া যন্ত্র ৭। দুর্গা ৮। হার নয়
 ১১। বনস্পতি ১৩। ইনি লাভ করেছেন ১৫। রসাল ফলে অঙ্কুর, আবার শিল্পও
  ১৭। বংশকে কালিমালিপ্ত করেছে যে  ১৯। হরিদ্রা উল্টে সাল 
২১। ‘হায় চিল! সোনালী ডানার --‘  ২২। পালামৌ-স্রষ্টা চট্টোপাধ্যায়

উপরনিচ:

১। আঠাল, আগড়া ২। সংক্ষিপ্ত কোষ্ঠী, জন্মপত্রিকা ৩। মিটমিট, ক্ষীণ 
৪। তিব্বতি ধর্মগুরু ৫। বিভীষিকা ৯। ‘– নাক খপতা”, অনুতপ্ত 
১০। ভাঙ্গা হাঁড়িকলসির টুকরো; অকিঞ্চিৎকর জিনিস ১২। হীরে 
১৪। অলঙ্কারশাস্ত্র-নির্দিষ্ট হাস্য, করুণ ইত্যাদি রস ১৬। লোভ, স্পৃহা 
১৮। বাংলার রং ভিন প্রদেশের সন্তান ২০। ঘন, নিবিড় বা মনোরম
===========

বিঃ দ্রঃ 

আপনিও ৮-৮ ছক তৈরি করে (বা যে-কোন দৈনিক পত্রিকা থেকে নমুনা নিয়ে সুত্র ও সমাধানসহ আমাদের পাঠাতে পারেন। আপনার নাম, ঠিকানা, ছবিসহ আগামী সংখ্যায় প্রকাশিত হবে।