নিজস্ব ভাবনা -- সর্বাণী বসু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

নিজস্ব ভাবনা -- সর্বাণী বসু


 'খাঁটি সন্তান'

"আমার সন্তান হীরের টুকরো"
--এই কথাটা প্রায় শোনা যায়।

ওই বছর বছর কোনো দম্পতির সন্তান Frist হয়ে Star,Letter Marks নিয়ে পাশ করে Engginer হয়ে N.R.I. হয়ে AC ঘরে বসে কাজ করে বিশাল Income করে। তাদের সন্তানকে অনেকেই বলবে হীরের টুকরো।কিন্তু শেষে দেখা যায় N.R.I. হয়ে টাকার নেশায় বুদ হয়ে বাবা-মার খোঁজও রাখে না।


আবার,

কোনো এক ধ্যারধেরে গোবিন্দপুর মার্কা জায়গার কোনো ছেলে নিজের সাধ্য মতো পড়াশোনা করে বেশির ভাগ সময় বাবার ক্ষেতে তেতে পুড়ে চাষবাস করে বাবার কষ্ট কিছুটা হলেও কমায়।নিজের চেষ্টায় স্বল্পবেতনের চাকরি করেও বাবা-মার কষ্ট কম করে তাদের দেখাশোনা করে। অনেক মেয়ের ক্ষেত্রেও তাই।যদিও বিবাহ পরবর্তী জীবন তাদের পথে বাধা হয়ে দাড়ায় তবে ব্যতিক্রম আছে। কিন্তু এরাও তো সেই হীরের টুকরো সন্তান, যারা সারা জীবন বাবা মায়ের দেখাশোনা করে। নিজেদের বেশি উচুতে না উঠিয়ে।


আসলে আমরা হয়তো প্রকৃত হীরের সন্ধানটাই জানি না। তাই কে হীরের টুকরো আর কে কাঁচের টুকরো... পুরোটাই ওই মুখ-মুখোশের খেলা হয়ে যায়।