কবিতা ।। মোহাম্মদ ইমাদ উদ্দীন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা ।। মোহাম্মদ ইমাদ উদ্দীন


 যদি লাশ হয়ে যায়

 

প্রতিবাদী লেখনীর জন্যে 
জালিমের হাতে যদি লাশ হয়ে যায়।
মাগো তুমি কেঁদো না,
দু'হাত তুলে বিচার দিয়ো খোদার কাছে তবে।
হাশরের ময়দানে বলবে তুমি হেসে,
আমি শহীদের জন্মদাতা মা হে খোদা।
মাগো শহীদের মর্যাদা দিয়েছেন,
স্বয়ং খোদা তাআলা কুরআনুল কারীমে।
মাগো তুমি কেঁদো না,
দু'হাত তুলে মুনাজাত করিয়ো খোদার কাছে,
আমায় যেনো জান্নাতুল ফেরদাউস নসীব হয়।
শহীদের মর্যাদায় মরণ দিয়ো হে খোদা,
আর ক্ষমা করো আমায় হে রহমান- রহীম।

====================

মোহাম্মদ ইমাদ উদ্দীন
C/O,মাওলানা মন্জিল, চন্দনাইশ পৌরসভা, ওয়ার্ড নং ০২, পো: অফিস পূর্ব জোয়ারা (৪৩৮০), চন্দনাইশ, চট্টগ্রাম।
মোবাইল: ০১৮২৫৮৬৬৪০৫