অণুগল্প : সোমনাথ বেনিয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

অণুগল্প : সোমনাথ বেনিয়া


চোখ 


লেখালিখির দরুন বর্তমানে অলোকের একটু-আধটু নামডাক হয়েছে। তাই কোনো পত্রিকার সূচিপত্র দেখলেই নিজের নাম আছে কিনা দেখার জন‍্য ছটফট করে। ভিতরে-ভিতরে হাঁপিয়ে ওঠে। যত নাম, তত পরিচিতি, ততটাই বিখ‍্যাত হ‌ওয়ার লোভে মনে-মনে উত্তেজিত হয়ে ওঠে।
       একদিন একটি পত্রিকার সূচিপত্র প্রকাশ হয় ফেসবুকে। কিন্তু এত ছোটো হরফের সূচিতে নিজের নামটা আছে কিনা দেখতে গিয়ে অলোক বিচলিত হয়ে ওঠে। বিরক্ত হয়ে, প্রায় ঝাঁঝিয়ে উঠে অলোক একা-একা বলে - সম্পাদকদের কোনো কাণ্ডজ্ঞান নেই। এত ছোটো হরফে লিখে কেউ সূচিপত্র প্রকাশ করে। জুম করেও তো কারোর নাম‌ই পড়া যাচ্ছে না। ধুস!
        অলোকের ব‌উ ঘরে ঢুকতেই, সে বলে - এই, এদিকে এসো তো। দেখো তো, এখানে আমার নাম আছে কিনা। আলোকের ব‌উ নাম দেখতে গিয়ে বলে - এত ছোটো লেখা পড়া যায়। তবু সে জোর করে পড়বার চেষ্টা করতেই তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে এসে মোবাইলের স্ক্রিনের উপর পড়ে এবং হাল ছেড়ে মোবাইলটা অলোকের হাতে দেয়। রেগে গিয়ে অলোক বলে - একটা লেখা ঠিকঠাক পড়তে পারো না।
        নতুন করে সে নিজেই আবার অধৈর্য হয়ে চোখে-মুখে বিরক্তভাব ফুটিয়ে  সূচিপত্রটি দেখতে লাগলো অথচ দীর্ঘদিন ধরে চোখের অসুখে ভোগা তার প্রিয়জনের সেই এক ফোঁটা চোখের জলে তার মুখটা উদ্ভাসিত হয়ে আছে তা তার বিখ‍্যাত হ‌ওয়ার লোভের পর্দায় ঢেকে থাকা চোখে ধরা পড়ছে না ...

 ========================
সোমনাথ বেনিয়া
 ১৪৮, সারদা পল্লি বাই লেন
ডাক + থানা - নিমতা
জেলা - উত্তর ২৪ - পরগনা
কলকাতা - ৭০০ ০৪৯
ফোন - 8697668875/9143155045(W/app)