কবিতা -- শুভঙ্কর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা -- শুভঙ্কর দাস


                    

               একটা অভিজ্ঞতা 


একটি নিঝুম রাত্রির দারুন অভিজ্ঞতা কেড়ে নিয়েছে আমার চেতনা,
সেই নিঝুম রাত্রিতে একাকী আমি বন্দী চারদেওয়ালের মাঝে
        টেবিলল্যাম্পের আলোয় গভীর চিন্তামগ্ন।
হঠাৎ একটি কান্নার আওয়াজ আমার চেতনাকে কম্পিত করলো ;
        এই নিঝুম নিশীরাতে যখন চতুর্দিকে অন্ধকার 
         মনুষ্যজাতি চিরনিদ্রায় ঢলেছে পৃথিবীর কোলে।
আর একটি ক্ষুধার্ত বালকের ক্রন্দনরত ধ্বনি-র তীব্র আর্তনাদ করছে,
   সেইসময় তার আর্তনাদ মোচনের কোনো সীমা জানা নেই।
        ক্ষুধার্ত বালকটি অবিরত ক্ষুধায় ক্রন্দনরত 
হঠাৎই একটি ঈগল সুদূর মাইলের পর মাইল পথ অতিক্রম করে,
    তাঁর ক্লান্তিকর ঠোঁটে একটুকরো খাদ্য বয়ে নিয়ে চলেছে।
সেই একটুকরো খাদ্য-ই ক্ষুধার্ত বালকটির ক্ষুধা নিবারণ করে,
    এই দুর্দিনে ক্লান্তিকর ঈগলটিই বালকটির সাথী।
আজ বিশ্ব ইতিহাসে মানবতারের শ্রেষ্ঠ জয়গান হল 'মনুষ্যজাতি'
  আজ মনুষ্যজাতি চিরনিদ্রায় শায়িত, একটি কাক একটি ক্ষুধার্ত 
                   বালকের জীবনদাতা।
এই অসাধারণ অভিজ্ঞতা আমার চেতনায় অনন্তকাল ছাপ ফেলেছে।