কবিতা -- তাপসী লাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা -- তাপসী লাহা


      উপহার



স্বপ্নের চোরাসাজ থেকে খসে পড়ে ফানুসের পৃথিবী,
এতটা আঁধার  অবকাশ খেলে রমণীয় নিষিদ্ধতায়।

ফানুস লাগানো পৃথিবীটা কখনো উলটে যায়।

ওলটানো বাটির জলগুলো অবাধ
 দস্যুতায় মেঝে শুষে খায় গুমনামির কোণ।
   
জন্মপর্ব পালন কখনো প্রিয়তমাসুর মৃত্যুর অকাল উপহার।