কবিতা ।। সংঘমিত্রা সরকার কবিরাজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা ।। সংঘমিত্রা সরকার কবিরাজ

 

 

 

 

 

 

 

 

প্রথম চুম্বন



যেদিন তুমি আমায় প্রথম চুম্বন করেছিলে আচম্বিতে
বাইরে থেকে কোথাও কোনো পরিবর্তন বোঝা যায় নি।
আমি আড়ষ্ট হয়ে তীব্র ভয়ে তোমায় সরিয়ে দিয়েছিলাম।
কিন্তু বিশ্বাস করো মনের ভিতরে কোথাও যেন
পাহাড় ভেঙেছিল শব্দ করে।
উচ্ছল ঝর্ণা দিক পেয়ে পাগলপারা হয়ে ছুটে বেরিয়েছিল
একরাশ পাখি কলকাকলিতে চারিদিক ভরিয়ে উড়ে গিয়েছিলো নীলাকাশে
কোথাও কোনো বনের গভীরে মর্মর ধ্বনি তুলে পাতার হেসেছিলো
আচমকাই একজোড়া ময়ূর ময়ূরী কি যেন আনন্দে 
পেখম তুলে ধরেছিলো, আদর করেছিলো পরস্পরকে।
জানো অগ্নিভ ; এসবই হয়েছিলো মনের একান্তে নির্জন কোনে
তুমি জানতেও পারো নি-- অপ্রস্তুত হেসে দূরে সরে গিয়েছিলে নীরব অভিমানে।