কবিতা -- কার্তিক চন্দ্র পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা -- কার্তিক চন্দ্র পাল

রিপু


আমিষের ঘ্রাণ নিয়ে
বেঁচে থাকা বিকল্প শরীর
মন্থন করে ফেরে
অভিচি বৈভব ।
মন চলে ইতিউতি স্রোতে-
অনাবিল অবয়বে
ধর্ষকেরা নিঃশঙ্ক পুঙ্গব।
নিশপিশে শ্বাপদের চোখে
অক্ষত হয়ে থাকে ক্ষতস্থানগুলি
বৈরিতা সবখানে
আপনার মাঝে
প্রগলভ জীবন তবু
ধ্রুবতারাহীন।