মোনালিসা পাহাড়ীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

মোনালিসা পাহাড়ীর কবিতা

 

 

ছেলেবেলা



অদৃশ্য এক সুতোয় আমাদের সবার 
ছেলেবেলা গুলো বাঁধা...
সেই চুকিতকিত, রান্নাবাটি,মায়ের কোলের ওম
আঁচলের গন্ধে মুখ ডুবিয়ে আব্দার
বাবার নিংড়ে দেওয়া হাত,
বন্ধুদের খুনসুটি, পেয়ারা চুরি,
গাঢ় দুপুরে পশ্চিমের বারান্দায় আম মাখার জমজমাটি আড্ডা
একরাশ দুষ্টুমি, গভীর ঘুম, ব‍্যস্ত জীবন
কী অসাধারণ ছেলেবেলা যুগ যুগ ধরে প্রায় একই থেকে যায়!!

অথচ , আমাদের বড় হওয়া গুলো কেমন ভান্ন থেকে ভিন্নতর-
হাওয়ার থেকেও দুর্বার গতিতে বদলে যাচ্ছে জীবনের ঠিকানা, যাপনের খুঁটিনাটি,
চারিদিকে প্রচুর বন্ধু অথচ একটিও বন্ধু নেই
কিতকিতে ভিড়েও ভীষণ একলা চলার পথ
হাতের কাছে আম, পেয়ারা
খাওয়ায় রুচি নেই, সহ‍্যের ক্ষমতা নেই
অজস্র 'না' এর ভীড়ে শুধু টিকে আছে বেঁচে থাকা,
টিকে থাকার ভেতর জ্বলজ্বল করে আছে আস্ত এক সুমধুর 'ছেলেবেলা'।

=======================

মোনালিসা পাহাড়ী
প্রযত্নে- চন্দন দাস
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, ৭২১৪৫১
ফোন-9635269527