কবিতা ।। শেকানুল শাহী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা ।। শেকানুল শাহী



পাথর চোখ


মাস্তুলে চেপে বসেছে আজব এক দণ্ড
পত পত পতাকা বাঁধা তাতে
হাওয়ার পালে গড়িয়ে চলে সময়
ক্যপ্টেনের লক্ষ্য তবু থিত -
ওই যে পাহাড়ের চুড়া, আকাশ ছুঁয়েছে যেখানে
কব্জিতে আঁটা খাঁচাবন্দি শুকপাখিটা
দন্ডে ঝুলাতে হবে ওখানেই
আহ্ সুখ!
প্রশান্তির জলজ হাওয়ায় ভিজে উঠবে পৃথিবী
খদিত হবে একটি নাম -
এর চেয়ে ইতিহাস আর কিসে বড় হয়?
শীতাতপ মমিঘরে ক্যাপ্টেনের মুচকি হৃদয়ে
বরফ জমে
সম্মুখে বৈঠাধরা চকচকে উদাম পিঠগুলোতে
সূর্য হাসিমুখে হীরেফোস্কা ফেলে চলে,
এবং হেইয়াহো ঝোঁকে বৈঠারদল সম্মোহিত --
আকাশছোঁয়া চুড়ায় মুক্তিকল্পনা বুদবুদ তোলে

ক্যাপ্টেনের পাথর চোখ স্হির --
পতাকার নলে

যেমন মমিদের চোখগুলোও হয়েছিল পাথর