Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। তিয়াসা(পাতা) বাসু

দুই বেদিনী

------::-------
   
নিশ্চিন্তিপুর গ্রামেদুই বেদিনী আসে,
সাপের নাচন দেখিয়ে বেড়ায়,
বাড়ির আশে-পাশে।
রাত্রি ঘনায়হঠাৎ একবেদিনীরে জ্বর হয়,
সখি গেল ডাক্তার বাড়ি
একা ফেলে তায়।
ডাক্তার বলে রাত দুপুরে
কেমনে যাই বল,
কত টাকা দিবি মোরে
'ক'জন তোদের দল?
দুই সখি আছি মোরা,
টাকা মোদের নাই,,
সাপের খেলা দেখিয়ে 'ক'টাকা আর পাই;;
চাল আনতে লবণ ফুরায়
কষ্টে থাকি মোরা,,
চলনারে তুই সখি আমার
""বড়ই কপাল পোড়া""।

যা চলে যা,বলে ডাক্তার
ঘরে দিল দোর,
চোখের জলে বেদিনীর
ঐ উঠোনে হলো ভোর।
ওষুধ বিনে চারদিনের জ্বরে,
সখি হল শেষ----
প্রিয় সখির করুন দৃষ্টি,
অন্তরে রেখে যায় তার রেশ।
দিনটি কাটে সাপের খেলায়,,
রাত্রি হলে ভয়---
লোলুপ দৃষ্টি "রূপবতী"
কেমনে হেথায় রয়।
হঠাৎ ভোরে ডাকাডাকি
'ঐ'বেদিনী ওঠ্---
ডাক্তার বাবুরে সাপে কেটেছে,
বাক্স নিয়ে ছোট্।।
শুনেই ছোটে বেদিনী,
চোখে লয়ে জল-–
ডাক্তার দিকেতাকিয়ে বলে,
কি বলতে চাস্ বল;
হাতটি ধরে কাকুতি করে,
"""বাঁচা মোরে তুই""""
অভাজন অতি,মোর দোষের সীমা পরিসীমা নাই।
নাড়ীর স্পন্দন ক্ষীন হয়ে আসে,
দেহটি হয় নীল,,
মনে পড়ে যায়,ডাক্তার সেদিন 
ঘরে দিয়েছিল খিল।
শেষ চেষ্টা করিল সে 
মন্ত্র পড়িল কত,,
বাঁধন দিল,মন্ত্র দিল
আরো কত সত----,,।
অবশেষে, ফিরলো জীবন
বিষ গেল তার কেটে,
নয়ন মেলে,সবিনয়ে বলেক্ষমা করে দে,
বুক যায় মোর ফেটে।
বেদিনী কহিল,যদি তুই পেতে চাস্ """পরিত্রান""",,
জীব জগতে তোর শিক্ষা
করে যা তুই দান।।
এতেক বলিয়া আঁধারে মিশিল,
দেখা নাহি আর যায়,,
নিবাক সবে,এসে ছিল "ভবে",
চলে গেল --হায়-হায়-হায়।।।

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত