Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতা ।। তিয়াসা(পাতা) বাসু

দুই বেদিনী

------::-------
   
নিশ্চিন্তিপুর গ্রামেদুই বেদিনী আসে,
সাপের নাচন দেখিয়ে বেড়ায়,
বাড়ির আশে-পাশে।
রাত্রি ঘনায়হঠাৎ একবেদিনীরে জ্বর হয়,
সখি গেল ডাক্তার বাড়ি
একা ফেলে তায়।
ডাক্তার বলে রাত দুপুরে
কেমনে যাই বল,
কত টাকা দিবি মোরে
'ক'জন তোদের দল?
দুই সখি আছি মোরা,
টাকা মোদের নাই,,
সাপের খেলা দেখিয়ে 'ক'টাকা আর পাই;;
চাল আনতে লবণ ফুরায়
কষ্টে থাকি মোরা,,
চলনারে তুই সখি আমার
""বড়ই কপাল পোড়া""।

যা চলে যা,বলে ডাক্তার
ঘরে দিল দোর,
চোখের জলে বেদিনীর
ঐ উঠোনে হলো ভোর।
ওষুধ বিনে চারদিনের জ্বরে,
সখি হল শেষ----
প্রিয় সখির করুন দৃষ্টি,
অন্তরে রেখে যায় তার রেশ।
দিনটি কাটে সাপের খেলায়,,
রাত্রি হলে ভয়---
লোলুপ দৃষ্টি "রূপবতী"
কেমনে হেথায় রয়।
হঠাৎ ভোরে ডাকাডাকি
'ঐ'বেদিনী ওঠ্---
ডাক্তার বাবুরে সাপে কেটেছে,
বাক্স নিয়ে ছোট্।।
শুনেই ছোটে বেদিনী,
চোখে লয়ে জল-–
ডাক্তার দিকেতাকিয়ে বলে,
কি বলতে চাস্ বল;
হাতটি ধরে কাকুতি করে,
"""বাঁচা মোরে তুই""""
অভাজন অতি,মোর দোষের সীমা পরিসীমা নাই।
নাড়ীর স্পন্দন ক্ষীন হয়ে আসে,
দেহটি হয় নীল,,
মনে পড়ে যায়,ডাক্তার সেদিন 
ঘরে দিয়েছিল খিল।
শেষ চেষ্টা করিল সে 
মন্ত্র পড়িল কত,,
বাঁধন দিল,মন্ত্র দিল
আরো কত সত----,,।
অবশেষে, ফিরলো জীবন
বিষ গেল তার কেটে,
নয়ন মেলে,সবিনয়ে বলেক্ষমা করে দে,
বুক যায় মোর ফেটে।
বেদিনী কহিল,যদি তুই পেতে চাস্ """পরিত্রান""",,
জীব জগতে তোর শিক্ষা
করে যা তুই দান।।
এতেক বলিয়া আঁধারে মিশিল,
দেখা নাহি আর যায়,,
নিবাক সবে,এসে ছিল "ভবে",
চলে গেল --হায়-হায়-হায়।।।

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩