অস্তিত্বের সংকটে
আকাশ ভেঙেছে
মৃত আত্মারা অস্তিত্বের সংকটে
নিয়ত পরিবর্তন প্রভাব বিস্তার করে
সভ্যতার আঙিনায়।
ঝিঁঝিপোকারা গান গায় না, মনের কথা চুপ
নিরাকার মাথার চাঁদি
শীতল সম্পর্কের অবনতির আশঙ্কাও-
উঁচিয়ে বিদ্রোহী হয় না।
ফুটো মনের জরাগ্রস্ত নীতিবাক্য
আকাশ পানে হাত বাড়ায় না।
শ্বাসের আওয়াজ কেমন!
যেন ঝাঁঝালো অশরীরী মিথ।
ছায়ারা নিবিড় হয় কি সঙ্গোপনে?
বন্ধ ঘড়ির কাঁটারাও সময়ের গালিচায়
আপাত বোকামির কথা বলে।
পোতাশ্রয় বিহীন জাহাজের নিত্য যন্ত্রণা
তবু সাগর নয়নে বিভোর থাকে।
বাড়তে থাকা চমক-
সমোচ্চারিত হয় অসীম সীমানায়।
সম্ভবের দেশে ক্ষয়িষ্ণু আঁচ
আজও লেখা আছে ম্যানগ্রোভে
শুধু সবুজের ভীড়ে একলা চলা!