কবিতা ।। রবিউল ইসলাম মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা ।। রবিউল ইসলাম মন্ডল



বিদায়ক্ষণে

-------:--------

বিদায়ের কালে এ মধু ক্ষণে
অশ্রুভরা আঁখি দেখিতে না চাই
কাঁঁতর কন্ঠে বলে শুধু মন 
নিও না বিদায়।  নিও না বিদায়। 

নিও না বিদায় ওগো বন্ধু-
আজ এই শুভক্ষণে
এমন প্রিয় সখা মোরা 
পাইবো কি কোন খানে ?

হাসিভরা মুখপানে চেয়ে দেখি
ভরা আছে শত বেদনা,
কাঁদো কাঁদো মুখ, তবু শত ব্যাথা 
আজিকের দিনে ওগো কেঁদো না। 

আজিকের থেকে শুধু হেসে যাও
সামনে নতুন পথ
পাড়ি দিতে হবে অনেক রাস্তা 
থাকবে না কোন রথ। 

তোমার বিজয় রথের পতাকা
 হইবে চলার পাথেয়,
ত্রিভূনে নাম জপিবে তোমার
রহিবে তুমি অজেয়। 


তুমি পাবে ফিরে নতুন জগৎ 
হাসি আর সুখে ভরা
তোমার বিহনে অনাথী আমরা 
বহিছে এমনে ক্ষরা।  

হাসির আজিকে অভিনয় করি
ভুলিয়া থাকিতে দুখ
থাকবে না তুমি শূন‍্য এ ভূমি 
হা হা কার হবে বুক !

বহিবে বাতাস আগের মতোই 
থাকবে না শুধু তুমি- 
বিহনে তোমার ব‍্যার্থ এ শ্বাস
কাহার হৃদয় চুমি ?


সাথেই শুধু ছিলে না তুমি 
বসে ছিলে মোর হৃদয়ে
আজিকে তোমার বিদার দিয়ে 
শূন‍্য ভরাবো কি দিয়ে ?

যেখানেই যাও বন্ধু আমার 
পাইবে আমাকে ডাকিলে
ভুলিবো তোমার বিরহ বেদনা 
স্মৃতিখানি নিয়ে নিখিলে।
================

রবিউল ইসলাম মন্ডল
শিক্ষক :  বহিরা ভাগ‍্যবন্তপুর বি,এম, হাইস্কুল (উঃমাঃ)