কবিতা -- শঙ্করী বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা -- শঙ্করী বিশ্বাস

     

  নবনীতা নক্ষত্র 



আজ কোনো কবিতার আসার দিন নয়
শব্দেরা সব অগোছালো ,এলোমেলো, বিষন্ন।
যদি কোনো শব্দকে কথা দিয়ে  থাকি তবে সে
ক্ষমা কোরো আজ, বিষাদ কেড়ে নিয়েছে সব
রত্ন হারালাম অজান্তে নিষ্ঠুর কালের নিয়মে
কথাও বড় ক্লান্ত,কষ্টের ভারী চাদর গায়ে
চুপ করে শুয়ে থাকতে চাইছে এককোণে।
ভালো-বাসার ভেতরে গতসন্ধ্যার উজ্জ্বল
এক নক্ষত্র আচমকা হারিয়ে গেল চিরতরে।
প্রানোচ্ছল ভালো-বাসায় সে বিদেহী হয়ে
চারিপাশে অশ্রু ছড়িয়ে চলে গেল নামহীন 
সেই কোন অচেনা দূরবিদেশে।
আর দেখা হবে না কোনোদিনই
আর তো ফিরে আসবে না সে।
যাবার সময় ভালো থেকো বলা হলো না তাকে।
আজ বাতাসের গায়ে মুখ রেখে
বারবার বলি যেখানেই থাকো ভালো থেকো,
ভালো থেকো তুমি দূরবিদেশে।




Sent from my Samsung Galaxy smartphone.