কবিতা // অনিন্দ্য পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা // অনিন্দ্য পাল

  ক্ষয় 

 ======

অনবরত কমছে অস্তিত্বের আয়তন। শরীরের সীমারেখা বরাবর ভেঙে চলেছে পাড়। নিজস্ব অণু পরমাণু মিশে যাচ্ছে কোন অলৌকিক জলে। আমি ভাঙছি। পাড় ভাঙছে। ব্যক্তিগত আয়তন ক্রমশ দ্রব হচ্ছে ছদ্মবেশী কমণ্ডলুতে। অং‌শ থেকে ভগ্নাংশ 
ধীরে ধীরে শেষ হয়ে আসছে স্থাবর ঠিকানা...
একান্ত অবসরে খুঁজে চলি কণাপরিমাণ বাস্তব। ডুব দিয়ে ডুবে যেতে থাকি শূন্য থেকে শূন্যান্তরে। হাতে মুঠোবন্দী থাকে সেই খরস্রোতা  
রেটিনায় আঁকা থাকে মহাশূন্যের জলছাপ ...
=============================

অনিন্দ্য পাল ।
চম্পাহাটি 
দঃ চব্বিশ পরগনা 
মোঃ 9163812351