সজল কুমার টিকাদারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

সজল কুমার টিকাদারের কবিতা


প্রতিটা তার ছুঁয়ে


একসময় অরণ্যের মত রাত্রি গভীর হয়।
আর আমি ঘুমের চাদর ফেলে
বেরিয়ে আসি ডাইনিং-এ।
এ এক বিশ্বস্ত দ্বীপ। যদিও
চারিদিকে ঘিরে থাকে 
থই থই কালো সমুদ্দুর!
একা লাগে,  ভীষণ একা একা লাগে
ঠিক তখনই, তাকে তুলে নিই কোলে

তারপর আমার তিনটি আঙ্গুলে
তার প্রতিটা তার ছুঁয়ে ছুঁয়ে...
সে বাগান থেকে ভালোবাসা তোলে।

------------------------------------------
 সজল কুমার টিকাদার
আরামবাগ,হুগলি
712601