কবিতা -- শঙ্কর ঘোষ(অমর) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা -- শঙ্কর ঘোষ(অমর)

 

"ঝড় বুলবুল"


আসলো ধেয়ে মর্তভূমে বুলবুল নামে ঝড়,
প্রচণ্ড বেগে এসে ভাঙলো মোদের বাড়িঘর।
ঘন কালো মেঘ ঢাকলো হেমন্তের নীল আকাশ,
তীব্র বেগে বইতে লাগলো সর্বত্র হিমেল বাতাস।
সমুদ্র উপকূলে আনলো ঢেউ ঝড় বুলবুল,
নিমেষে জলে ভরে গেল সমুদ্র নদীকূল।
দরিদ্র মানুষদের জীবনে উঠল ত্রাহি ত্রাহি রব,
বুলবুল বুঝি ভাঙলো তাদের চালা ঘর সব।
বুলবুলের তাণ্ডবে মাঠের ফসল হল কিছু নষ্ট,
গরীব মানুষ অসহায় পশুপক্ষীরা পেল খুব কষ্ট।
হোকসে ভীষণ তবুও আসবে মর্তভূমে নেমে,
ধ্বংস লীলার পরে যাবে সে থেমে।
প্রতিবছর কোনো না কোনো ঝড় আসে ধেয়ে,
বেঁচে যাই আবহাওয়া দপ্তরের আগাম বার্তা পেয়ে।
বিধাতা তোমার লীলা আমরা বুঝতে সবাই নারি,
এমন ক্ষমতা দাও যেন সব সইতে পারি।
=======


শঙ্কর ঘোষ(অমর)
উত্তর কালী নগর
হাবসী পাড়া লেন
পোঃকৃষ্ণনগর
জেলাঃনদীয়া
পিনঃ741101
মোঃ6294990457