কবিতা ।। অমিতাভ দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা ।। অমিতাভ দাস

                  ঈশ্বরের ক্যাম্প


তারপর ধুঁকতে ধুঁকতে ছায়াটা নেমে গেল খাদের অতলে, সাঁজোয়া গাড়িখানা গমগম শব্দে পিছনে এসে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাতের মতো সোজা তুলে দিল কামান,জারি হল হুকুম,সক্কলে বল 'হে ঈশ্বর!'ভয়ে ঘৃণায় গলা মেলালো অনেকেই, আকাশ বাতাস অনুরনিত হয়ে একটাই শব্দে 'হে ঈশ্বর!' ধুঁকতে থাকা ছায়াটা জ্বলে উঠল দপ করে, হাতের কাছে কুড়িয়ে পেল একটা ভাঙা ডাল,প্রবল ঘৃণা মাখিয়ে সেটা ছুঁড়ে মারলো সাঁজোয়া গাড়িটার লক্ষে।ঘুরে গেল কামান, গাড়ি থেকে নেমে এল সাদা কালো পোশাক পরা কয়েকটা লোক,ভারী বুটের শব্দে উপত্যকার নিস্তব্ধতা খান খান, পর পর গুলি।
প্রায় ছায়া হয়ে যাওয়া মানুষটাকে বাঁশে ঝুলিয়ে নিয়ে সাদা কালো লোকগুলো ক্যাম্পে ফিরছে,
পিছনে থেকে থেকেই গর্জে উঠছে কামান, আশপাশের লোকেরা ভয়ে ঘৃনায় দাঁতে দাঁত চেপে অভিবাদন জানিয়ে বলে উঠছে 'হে ঈশ্বর!'
তারপর....
তারপর অবাক চোখে দেখছে বাঁশে টাঙানো ছায়া মানুষের দেহ থেকে টপটপ করে ঝরে পড়া রক্ত থেকে জন্ম নিচ্ছে আরো কোটি কোটি ছায়ামানুষ! তারা ক্রমশ এগিয়ে চলেছে,এগিয়ে চলেছে ঈশ্বরের ক্যাম্প লক্ষ্য করে!
এগিয়ে চলেছে....এগিয়ে চলেছে....

=======================

(অমিতাভ দাস                                                                          
 40/এ বাকসাড়া রোড,বাকসাড়া,হাওড়া - 711110            
 মোবাইল - 9836632743)