কবিতা - বিশ্বজিৎ সরদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা - বিশ্বজিৎ সরদার

আমরা দোদুল্যমান ভোটার



আমরা দোদুল্যমান ভোটার
আমাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। 

আমরা ছাপোষা
হাভাতে জনগণের সিংহভাগ
আমরা এ ডাল থেকে সে ডাল ঘুরে বেড়াই
বউ ছেলের ভাত কাপড়ের খোঁজে, 

আমরা জেগে উঠিনা কখনো
সারা ফেলে দেওয়া বিপ্লব আমাদের তৈরি নয়
আমরা জেগে ঘুমাই...
ভয়ে
অভাবে
আর স্বভাবে
আমাদের রাতের ঘুম পন্ড হয়। 

আমরা জেগে থাকি
গায়ে কাঁটা দেওয়া
হাড়ে হিম দেওয়া
সব বাক্যহীন নিশুতি রাত, 

অতঃপর, 
আমরা চোরা স্রোত বয়ে আনি
আমরা চুপিসারে ঘুম চুরি করি
রাজধানী শহরের। 

আমরা দোদুল্যমান ভোটার
আমাদের কোনো রাজনৈতিক ভালোবাসা নেই। 

=================
   বিশ্বজিৎ সরদার
শাঁখারীপুকুর, পিয়ালি টাউন, 
বারুইপুর, দঃ ২৪ পরগণা, 
পিন- ৭৪৩৩৮৭
ফোন - ৭৬৮৭০১২০৭০