কবিতা ।। চন্দন মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা ।। চন্দন মিত্র














আমাদের ভাইবোন 


আমাদের বোনগুলি
বনের গভীরে বাস করে 
বোনেদের মনগুলি 
মালা ভেবে মায়াপাশ পরে

আমাদের ভাইগুলি 
খর খুব কোমরে কৃপাণ
কেউ ধরে রঙ-তুলি 
কেউ কাড়ে অনাহত প্রাণ

বোনেদের সাইকেল
সহজ পাঠের মতো রং 
বনের গভীরে বেল
বেজে ওঠে ক্রিং টিং টং 

ভিতরে সবুজ বয়ে 
বোনেদের বনপথে চলা 
মায়াপাশ ফাঁস হয়ে
চেপে ধরে বোনেদের গলা ...

=================


চন্দন মিত্র
ভগবানপুর ( হরিণডাঙা )
ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা
চলভাষ ঃ ৯৩৩২৩৫৮৭৪৭