Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

নিবন্ধ।। স্নেহা দেব

নারীসত্ত্বা


নারীসৌন্দর্যের পরিশীলিত অবয়বের কাছে নিজেকে তার খুব তুচ্ছ মনে হয়। কিন্তু, সে নিজেও জানে না যে সে আসলেই কতটা সুন্দর। তার অসাধারণ, অনমনীয় ব্যক্তিত্বই তার সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করে। তার ছেলেমানুষী, তার সরলতা, গালফোলানো অভিমান, একপলক নীরব চাহনি .... তাকে করে তোলে মোহময়ী। তার নিষ্পাপ হাসি কিংবা কাজল-কালো চোখদুটির গভীরতা অনেক। মাঝে মাঝে মনে হয়, ডুব দিই সেই জলতরঙ্গে, ভেসে যাই, ভাসিয়ে দিই সবকিছু, কারন সেই বারিধারা যে অমূল্য। 
               কিন্তু, আফসোস একটাই ! মাঝে মাঝে রাগ, দুঃখ,অভিমানগুলো এতোটাই প্রভাবশালী হয়ে দাঁড়ায় যে, তার ব্যাক্তিত্ব ঠুনকো হয়ে যায়, প্রতিবাদী মনটা ভিজে যায় আবেগে, হারিয়ে ফেলে প্রতিবাদের ভাষা।সবকিছুর জন্য নিজেকেই দায়ী করতে থাকে অবুঝ মন। নারীহৃদয় ফুঁপিয়ে মরে,জ্বলে- পুড়ে যায় অন্তকরন। "বুক ফাটে তবু মুখ ফোটে না !!! " দৈনন্দিন জীবনের অসম্মান, অপমান, লাঞ্ছনা, প্রত্যাখান সব যেন তার একারই প্রাপ্য। মন, প্রাণ উজাড় করে ভালোবাসো, কিন্তু ভালোবাসা পাওয়ার আশা করো না। তোমার ভালোমানুষি, অন্যের চোখে তা নিছকই ভনিতা। যদি হও প্রতিবাদী, তবে তুমি নষ্টা থুড়ি ঘৃণ্য। মেনে নাও, মানিয়ে নাও ! তুমি না নারী, তুমি না সব পারো। তুমি সহনশীলা, তথাপি অসহনীয়। 
          ওরে মেয়ে!  আগে নিজেকে ভালবাসতে শেখো।  আর যদি সেটাই করতে না পারো, তাহলে আশা করো কী করে, যে অন্যেরা তোমায় ভালোবাসবে, সম্মান করবে ? যদি কেউ তোমাকে ভালো না বাসে, তাহলে হাজার চেষ্টা করেও, হাজার মাথা খুড়েও, আর যাই হোক, ভালোবাসা পাবে না। আর যদি কেউ তোমাকে সত্যিই ভালোবাসে, তাহলে সে শত চেষ্টা করেও তা লুকিয়ে রাখতে পারবে না। তাই, অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা না খুঁজে, খোলা আকাশে চোখ মেলো। নিজের চোখের তারায় নিজেই আয়না ধরো। ভালো করে চেয়ে দেখো তো, সেই চোখের তারায় অন্য কারোর মুখের আদল স্পষ্ট হয় কী না !!! 
                   
  ===================

স্নেহা দেব। চাকদহ, নদীয়া।

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত