কবিতা রীতা ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা রীতা ব্যানার্জী


       ~ উপলব্ধি ~


 দিনটা ছিল চৈত্র মাসের বছর শেষের শেষ,
একলা আমি মনের সুখে ঘুরছিলাম বেশ,
দখিনা বাতাস বললে এসে, ধাক্কা দিয়ে মুচকি হেসে,
"দেখো কেমন ফুলের গন্ধ ছড়িয়ে দিলাম চারিপাশে",
ভ্রমরা ফুলের মধু খেয়ে গান গাইছে গুনগুনিয়ে,
ফুলের কানে প্রজাপতি কি কথা যে যায় শুনিয়ে।
দূরে কোকিল উঠল ডেকে মিষ্টি মধুর সুরে,
ডাকটা আজ মনে হল যেন বড্ড আদুরে,
"খোলস ছেড়ে বেরিয়ে ,আয় দেখি তুই মেয়ে",
 কে যে ডাকল আমায় দেখি চারিদিকে চেয়ে।
হঠাৎ করে বুঝতে পারি আমার মনের ডাক,
মনের মধ্যে উঠল ডেকে পায়রা এক ঝাঁক।
সেদিন প্রথম বুঝতে পারি মন খুশি নয় একা,
চাই তার আর একটি মন নইলে লাগবে ফাঁকা।
সব কিছু লাগে অন্যরকম প্রশ্ন মনে নানারকম,
হঠাৎ কেন এমন ধারা এতই লজ্জা সরম।
তখন থেকে খুঁজতে থাকি মনের ওলি গলি,
ছটফটিয়ে বেড়াই খুঁজে কোথায় আমার অলি।
শৈশব ছেড়ে কিশোরী হলাম এখন সেটা বুঝতে পারি,
সেদিন হারালাম মেয়েবেলা হয়ে উঠলাম এক নারী।
      # # # # # # #### # # # # # #

রীতা ব্যানার্জী
অ্যারিয়ান টাওয়ার,টাওয়ার 1,5G মধ্যমগ্রাম চৌমাথা,সোদপুর রোড উত্তর 24পরগণা কলিকাতা~129.
ফোন নং~9830564759.