ভ্রমণকাহিনি -- তরুণ প্রামানিক ১ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

ভ্রমণকাহিনি -- তরুণ প্রামানিক ১



                      মায়াবী চুইখিম

                 
কালিম্পঙ শহর থেকে প্রায় ৪৭ কিমি দূরে ,প্রকৃতির কোল জুড়ে আলো করে রয়েছে প্রান্তিক অখ্যাত এক পাহাড়ি গ্রাম চুইখিম ৩৫০০ ফুট উঁচুতে, ২৫০ টি পরিবার নিয়ে, চোখ ধাঁধানো সবুজের স্বর্গরাজ্যের মধ্যে বিছিয়ে রেখেছে সে নিজেকে দূর দিগন্ত ব্যাপী পাহাড়ি উপত্যকায় ঘন সবুজের স্যালুয়েট ,দুধ সাদা ফুলে আলো হয়ে থাকা সুন্দরী পাহাড়ী বনপথ পাইন,ফার , ওক এর মায়াবী ঘন জঙ্গল পাহাড়ের নিচে শীর্ণ কায়া সুন্দর নদী লিস এঁকেবেঁকে প্রবাহমান পথ কিন্তু বেশ পাথুরে পাহাড়ী রাস্তার  বাঁকে হারিয়ে যেতে যেতে পায়ে হেঁটে যত দূর যাওয়া যায়,গেলে দেখা যায়  পাহাড়ের থাক কেটে সবজি,ভুট্টা, বাঁধাকপি ,রাই এর চাষ হচ্ছে পুরো গ্রামটাই পাহাড়ে ঘেরা, চারিদিকে সবুজ আর সবুজ
প্রকৃতির অপার বিস্ময় আর বিশুদ্ধ নীরবতার মাঝে দুদণ্ড স্বস্তির তাজা বাতাস নিতে হলে চলে আসুন চুইখিমে সেই অর্থে উন্নত পর্যটনের পাদপ্রদীপে আসতে না পারার জন্য অবাধ সবুজ ধংস করে রিসোর্ট বা লজ এখানে গড়ে ওঠেনি এখনো তাই থাকতে চাইলে পাহাড়ি সহজ সরল গ্রামবাসীদের অতিথি হতে হবে আপনাকে
চুইখিম থেকে ১৮ কিমি দূরে চারখোল ৫২ কিমি দূরে  লোলেগাঁও ঘুরে নেওয়া যায়
কিভাবে যাবেন :
শিলিগুড়ি পানিট্যাংক মোড় থেকে ৮২ কিমি দূরত্ব চুইখিমে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসুন ভাড়া আনুমানিক ৩০০০ থেকে ৩২০০ টাকা এনজেপি থেকেও সরাসরি আসা যায় কালিম্পঙ স্ট্যান্ড থেকেও আসতে পারেন
কোথায় থাকবেন :
থাকার জন্য একমাত্র ভরসা হোমস্টে থাকার জন্য যোগাযোগ করুন ,রমেশ গুরুং৮৯০৬৪১৮১৩০,৭৬০২৭৫২৪০৪ 





 


Tarun kumar Pramanik
9332881855
9875349800