কবিতা ।। দুলাল সুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা ।। দুলাল সুর

   দিকভ্রান্ত পাখি


 আঁধার রজনী ফিকে হতেই
স্বচ্ছ দেখায় নীলাভ আকাশ
কলকাকলিতে পাখিরা সব
রওনা হয় গহীন অরন্যের
ফুল ফলরাশির অনন্ত সম্ভারে
প্রাত্যহিক খাদ্যাভাসের চাহিদায়।

আগুন ঝরানো ফাগুনের কুহুতানে
মন বাগিচায় প্রস্ফুটিত ফুল
অনাদরে অবহেলায় শুকায়ে ঝরে যায়।
প্রেমের পূর্ণতা পেল না আর  
মায়ার বাঁধন ছেড়ে প্রিয়া আজ
চলে গেছে দূর হতে বহুদূর।

বেদনার পাখি উড়ে যায়
অজানা শঙ্কায় দূর অজানায়
স্মৃতির বলাকা মাঝে বাজে বিষাদের সুর
গহীন অরন্যের পাখিরা দিকভ্রান্ত পথ হারায়
শূন্য হিয়ায় ডানা ঝাপটায় মরে
নিজ কুটিরের দিশা খুঁজে না পায়।
*****************************
দুলাল সুর –
মধ্যমগ্রাম, কোলকাতা – ৭০০১২৯।
জেলা - উত্তর ২৪ পরগনা।