কবিতা ।। নারায়ণ প্রসাদ জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা ।। নারায়ণ প্রসাদ জানা

ভূ -স্বর্গ


পরিজাত কাননে বারুদের ঘ্রাণ
মেঘেরা নীল ক‍্যানভাসে মৃত্যুর জলছবি আঁকে,
হৃদয়ের চারিদিকে উঁচু করে পাথরের আগল
হাজার বেদনাতে বিগলিত নয়।
ফুল ফোটে সমাধির পরে
শিশির অশ্রু হয়ে ঝরে যায় অলক্ষে সবার,
বিষন্ন নীরবতা শরীর উপত্যকা জুড়ে
বিষাদ সঙ্গীত লিখে দিনে -রাতে,
ঝিলামের রঙ বদলায়
সে রঙ লাগেনা প্রাণে,
যাকিছু ঘটে পৃথিবীর আবর্তনের সাথে
শুধুই গতানুগতিক আর জাগতিক?
স্তব্ধতা বন্ধু এখন
পায়ের কাছে পড়ে রয় হলুদ পল্লব,
চেয়ে থাকি সমাধির মত সাদা কাপড়ে ঢাকা হিমালয় শিখর পানে,
পেছনে প্রলম্বিত ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
গিলে ধরে নিজের কায়া।
এখন চোখ বুজে থাকার সময়
বোবার শত্রু নেই কোনও।

=================
নারায়ণ প্রসাদ জানা
গ্ৰাম +পোস্ট=হাঁসচড়া
জেলা-পূর্ব মেদিনীপুর
পিন-721625
মোবাইল-9434128211.
তাং...10.11.19