Featured Post
কবিতা // মায়ের দুঃখটা যে অজানা // সৌমিক ঘোষ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মায়ের দুঃখটা যে অজানা
সৌমিক ঘোষ
মেঘলা সকালে , - কত সে কথা ;
আসবে যে বৃষ্টি অঝোর ধারায় -
ঝড়ের দুপুরে ব্যস্ত যে মা ;
জানলা কপাট ছাদ সামলায় ।
বিষাদ আলোয় টিভিতে বলে ,
জীবন বিপর্যস্ত ভেজা শহরে ;
ফাঁকা জল থই থই গলিপথে -
পথচারীর মাঝে , নেইতো, সে !
মেঘের পরে মেঘ এসেছে , -
বৃষ্টি ফেলেছে দীর্ঘশ্বাস ;
ঘরেতে মা , একলা বসে ;
আশংকায় অস্থির বিশ্বাস ।
কিন্তু আজ রাজপথের ঐ জলে - ,
আঁধারে ভাসছে নিথর দেহ ;
স্কুটার , হেলমেট , ব্যাগের সাজে ,
বেওয়ারিশ লাশ সে , জেনো ।
মিডিয়ার বাইটে চিন্তা বারংবার ,
মৃত্যুর কত যে জবানী ;
জীবন অনিশ্চিত, দায়িত্ব কার ?
পরিচিতি , হলো আজ বেনামি।
হাজার কষ্টেও বলতে শিখেছি ,
কারণ ভেঙে পড়া যে মানা - ;
চলার পথে সাথেই আছি ,
সেই মায়ের , দুঃখটা যে অজানা ।
--------------------------------------------
(১১ই মে ২০২১ , মঙ্গলবার,সন্ধ্যায় রাজভবনের সামনে বৃষ্টিতে জমা জলে ল্যাম্পপোস্ট থেকে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিন্দুস্তান পেট্রোলিয়ামের ইঞ্জিনিয়র মৃত ঋষভ মণ্ডলের স্মৃতিতে কবিতাটি লিখিত ।)
*************************************
৬৭/জি; জি.টি.রোড (পশ্চিম) ,শ্রীরামপুর – ৭১২ ২০৩ , হুগলী .
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন