Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা // মায়ের দুঃখটা যে অজানা // সৌমিক ঘোষ

 মায়ের দুঃখটা যে অজানা                                

সৌমিক ঘোষ


                মেঘলা সকালে , - কত সে কথা ;

                      আসবে যে বৃষ্টি অঝোর ধারায় -

                        ঝড়ের দুপুরে ব্যস্ত যে মা ;

                       জানলা কপাট ছাদ সামলায় ।


                       বিষাদ আলোয় টিভিতে বলে ,

                        জীবন বিপর্যস্ত ভেজা শহরে ;

                         ফাঁকা জল থই থই গলিপথে -

                        পথচারীর মাঝে , নেইতো, সে !


                          মেঘের পরে মেঘ এসেছে , -

                           বৃষ্টি ফেলেছে দীর্ঘশ্বাস ;

                          ঘরেতে মা , একলা বসে ;

                          আশংকায় অস্থির বিশ্বাস ।


                         কিন্তু আজ রাজপথের ঐ জলে - ,

                          আঁধারে ভাসছে নিথর দেহ ;

                        স্কুটার , হেলমেট ,‌ ব্যাগের সা‌জে ,

                         বেওয়ারিশ লাশ সে , জেনো ।


                         মিডিয়ার বাইটে চিন্তা বারংবার ,

                            মৃত্যুর কত যে জবানী ;

                         জীবন অনিশ্চিত, দায়িত্ব কার ?

                          পরিচিতি , হলো আজ বেনামি


                          হাজার কষ্টেও বলতে শিখেছি ,

                          কারণ ভেঙে  পড়া যে মানা - ;

                            চলার পথে সাথেই আছি ,

                      সেই মায়ের , দুঃখটা যে অজানা ।


--------------------------------------------

(১১ই মে ২০২১ , মঙ্গলবার,সন্ধ্যায় রাজভবনের সামনে বৃষ্টিতে জমা জলে ল্যাম্পপোস্ট থেকে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিন্দুস্তান পেট্রোলিয়ামের ইঞ্জিনিয়র মৃত ঋষভ মণ্ডলের স্মৃতিতে কবিতাটি লিখিত ।) 


*************************************

৬৭/জি; জি.টি.রোড (পশ্চিম) ,শ্রীরামপুর – ৭১২ ২০৩ , হুগলী .


 

 

 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক