Featured Post
কবিতা ।। চিরায়ু কার্বন ।। সুবীর ঘোষ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
চিরায়ু কার্বন
সুবীর ঘোষ
এ-শহরে আর কোনো কীর্তনিয়া নেই, তা কী জানো ?
লাঞ্ছিত চীবর ওঠে দুর্বিনীত ধীবরের জালে,
এ-সময় সকলেই অতিজীবিত তারার কাছে মুখাপেক্ষী থাকে,
ভোররাতে পাখিদেরও এলার্ম ঘড়িতে নামে ঘুম ।
পার্থেনিয়ামের নাগাল পেরিয়ে অনূঢ়া ধুঁদুল ঝোলে আজও ,
আমাদের স্বপ্ন ভাতে ছাই ফেলে রাজপথ ধার ঘেঁষে শিল্পায়ন ।
পেট্রোল কী অত দাহ্য যত জ্বলে পুরুষরুধির ?
দাবানল বন জ্বালে ; এ-শোনিত সমাজ জ্বালায় ।
সেপ্টেম্বর মাস এলে এ-পৃথিবীতে দম্ভেরা নতজানু হয় ,
বৎসর বৎসর যায়—হাইড্র্যান্ট ভরে ওঠে মানবশোনিতে,
লক্ষ্যভ্রষ্ট হতে থাকে চোরাশিকারির মারা বিষমাখা তির,
উত্তরসূরির হাতে ন্যস্ত হয় বাতিল উইল আর চিরায়ু কার্বন ।
তবু এই দাদনের দেশগাঁয়ে ভাদ্রের সতেরো আসে ঠিক ,
আমি তার এক ফাঁকে জন্মকুক্ষিগুহামুখ থেকে
উঁকি মেরে দেখে নিই এ-সংসার কতখানি বাসযোগ্য হল ,
আস্ফালনের পৃথিবীতে আপাদমস্তক জীব একটাই—কেঁচো—
মানুষের শিক্ষণীয় তারা ।
________________________________________________________________
সুবীর ঘোষ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন