কবিতা ।। পাহাড় ।। সুজন দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। পাহাড় ।। সুজন দাশ


পাহাড় 

সুজন দাশ

পাহাড় তুমি নির্জনতার আঁকতে পার ছবি,
তোমার রূপে মুগ্ধ হাসে দূর আকাশের রবি!
কান্না গুলো ঝর্ণা হয়ে,
রোজই যেন যায় যে বয়ে!
মিলতে তুমি সিন্ধুতে যাও এটাই তোমার হবি।

বৃক্ষলতা ফুল পাখিদের ধারণ কর বুকে,
আশ্রয় দাও মায়ের মতই তাদের সুখে দুখে!
ছায়া মায়ায় তোমার শরীর,
রূপ ঝলমল স্বপ্ন পরীর
টানো সবাই তোমার পানে নয়ন ভরে সুখে!

তোমার মনে হয়তো আছে আকাশ ছোঁয়ার সাধ,
দেখবে বলে কাছ থেকে ঐ জোস্না মাখা চাঁদ।
রোদের স্নানে পাখির গানে,
মগ্ন থাকো গভীর ধ্যানে!
ঋষির মত অটল তুমি ঠেকাও পরমাদ।
-------------------

সুজন দাশ
আটলান্টিক সিটি,নিউজার্সি,
যুক্তরাষ্ট্র।
ফোন -6097469510

No comments:

Post a Comment