কবিতা ।। কবি-মন । জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। কবি-মন । জয়শ্রী সরকার


কবি-মন

জয়শ্রী সরকার


মুঠোফোনে কবি বার্তা পাঠিয়েছিল ---
"আমি ভালো নেই ..... !" 
মুহূর্তেই আলো ঝলমল রোদ্দুরমাখা দিনটা
কেমন ছায়াচ্ছন্ন হয়ে গেল ; আসলে ----
সাদামাটা এই সাধারণ আমিটাও
ব্যস্ত কর্মময়তার মধ্যেও বুঁদ হয়ে থাকে
আচ্ছন্ন হয়ে থাকে খাঁটি কবিতায় , 
মোহময় মায়া যাদুজালে
ঈশ্বর-মানব যেখানে এক হয়ে যায় !
কবির আরোগ্য কামনায় প্রিয়বাসনারা লেপটে থাকে
প্রার্থনার নৈবেদ্য হাতে ! ভাটিয়ালি সুরে
ঘুরে ঘুরে উড়ে যায় শান্তি পায়রা ......
নিজেরই অজান্তে গড়ে ওঠে
পরবর্তী কবিতার অবয়ব, সঙ্গে হৃদস্পন্দনটুকু !
ফেরারি মন যেন মোহাবিষ্টের মতো
পাঁজরের গান শোনায় !

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


জয়শ্রী সরকার ,
দিনান্তিকা , প্রেমবাজার , খড়গপুর ,
পশ্চিম মেদিনীপুর , পশ্চিমবঙ্গ ---- ৭২১৩০৬



No comments:

Post a Comment