কবিতা ।। ১৪ই ফেব্রুয়ারি ।। গৌতম সমাজদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। ১৪ই ফেব্রুয়ারি ।। গৌতম সমাজদার

১৪ই ফেব্রুয়ারি 

গৌতম সমাজদার


ভালোবাসা দিবস!!
কার ভালোবাসা ? কাকে ভালোবাসা ?
যদি সত্যিই হয় অন্তত একদিন 
ভালোবাসো।  না খেতে পাওয়া সমস্ত 
মানুষ গুলোকে খাওয়াও,
ফুটপাথের শিশু গুলোর গায়ে
একটা করে ইজের দাও!
একটা দিনের জন্য সমস্ত অসুস্থ 
মানুষ গুলোর প্রতি সহমর্মিতা জানাও,
পালন করো ভালোবাসা দিবস। 
ঘরের এক কোণে একাকিত্বে পড়ে থাকা মা-বাবার খোঁজ নাও, জানাও ভালোবাসা 
অন্ততঃ একটা দিনের  জন্য সৎ হও!!
নিজের কাছে, শপথ নাও থাকবে
থাকবে মানুষের কাছে, মানুষের পাশে। 
ভালোবাসার  নির্দিষ্ট দিন মনে না 
রেখে, প্রতি টা দিন ভালোবাসায় 
ভরিয়ে দাও পৃথিবীকে, তোমার 
নিজের সুন্দর পৃথিবীটা কে। 



No comments:

Post a Comment