কবিতা ।। পতাকার লড়াই ।। ইমরান খান রাজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। পতাকার লড়াই ।। ইমরান খান রাজ

পতাকার লড়াই 

ইমরান খান রাজ 


দেশের ভূমি আর মানুষের জীবন রক্ষায়, 
নিজের ভাষায় প্রাণ খুলে কথা বলতে আর 
হলুদ সরিষার ক্ষেতে লাল-সবুজের পতাকা উড়াতে 
বাংলার সাহসী, বীর সন্তানেরা ঝাপিয়ে পড়েছিল। 

মা ও মাতৃভূমির মর্যাদা ফিরে পেতে 
তাঁরা নিজের জীবন করেছিল উৎসর্গ। 
পতাকার লড়াইয়ে বিজয়ী হতে 
বাংলার সাহসী, বীর সন্তানেরা ঝাপিয়ে পড়েছিল। 

একটি তর্জনীর ইশারায়, একটি বজ্রকণ্ঠের ডাকে 
ধনী-গরীব, তরুণ-যুবক মিলেমিশে একাকার। 
তাঁর স্বাধীনতা সংগ্রামের আহবানে আজ 
মুক্ত বাংলার আকাশ, বাতাস, আর বৃক্ষকাণ্ড। 


===================

ইমরান খান রাজ 
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ। 
সাতভিটা, নারিশা, দোহার-ঢাকা ১৩৩২। 

No comments:

Post a Comment