কবিতা ।। ইনোসেন্ট ।। সা'আদুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। ইনোসেন্ট ।। সা'আদুল ইসলাম


ইনোসেন্ট

সা'আদুল ইসলাম


কাঁথার সেলাই দেখেছো কখনো, নিদেনপক্ষে বুটিক প্রিন্ট?
রঙ মহলায় বসত যে তার, মনোমঞ্জিলে রঙের চিন।
ভুবনবিজয়ী রঙের খেলায় 
কী জানি কিবা মহলা থাকে?
হয়রান হয়ে নীরব দোয়ায় 
হাসছে শুধুই ইনোসেন্ট।

============


সা' আদুল ইসলাম
তিলপি, দ. ২৪ পরগনা
পিন 743337

No comments:

Post a Comment