বাহারি বসন্ত
সুবীর হালদার
এসেছে ফাগুন
মৌমাছির গুন গুন
সজনে গাছের ডালে
আমের মুকুল
ভরিছে কূল
বাতাসে গন্ধ চলে।।
পলাশের বাহার
সাজিবে তাহার
নব কচি কচি ডাল
পাকিবে কুল
ভাঙিবে ভুল
আসিছে দ্বারে বসন্ত বাহার।।
রাঙিবে গগন
চুম্বিবে পবন
রঙিন রঙোৎসব
খেলিবো হোলি
বলিগো বলি
এসেছে ফাল্গুনী উৎসব।।
কুহু কুহু রবে
কোকিলেরা সবে
বার্তা বহন করে
বসন্ত এসে গেছে
নাও তারে-
সাদরে গ্রহণ করে।।
=============
সুবীর হালদার
কৃষ্ণনগর নদীয়া।
পিন- 741101
No comments:
Post a Comment