কবিতা ।। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ।। জলি ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ।। জলি ঘোষ




কলকাতা আন্তর্জাতিক বইমেলা

জলি ঘোষ


"বাঙালির চতুর্দশ পার্বণ" কলকাতা বইমেলা
সভ্যতা-ঐতিহ্যের  ধারক তুমি,
জ্ঞানান্বেষীর জ্ঞান তীর্থভূমি,
লেখক-পাঠক-প্রকাশকের ত্রিভুজ
এ যেন এক মহামিলন মেলা।

ঊনিশশো ছিয়াত্তরে প্রবর্তিত চিরউজ্জ্বল
কলকাতা বইমেলার আসর,
ইতিহাসের পাতায় আজও স্মরণীয়
হবে না কখনো ধূসর বাসর।

ঊনিশশো চুরাশিতে অর্জিত
আন্তর্জাতিক কলকাতা বইমেলার স্বীকৃতি,
বিশ্বের দরবারে উচ্চ শিরে
সাফল্যে বিরাজিত রবে অবিকৃতি।

বইমেলায় শুধু বিনোদন নয়
থাকে সেমিনার,পদযাত্রা,গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান,
নবীন- প্রবীন সাহিত্যিকদের করে বরণ
প্রদান করে সম্মাননা, অগাধ সম্মান।

বাঙালি ও বাংলার গৌরব কলকাতা বইমেলা
অস্বীকার করার উপায় নেই
কলকাতা বইমেলার কীর্তি,
দেয় মানবিক গুণ, আলোর পথের সন্ধান
করে গণচেতনার সৃষ্টি।
ঘটে কতশত সুকুমার বৃত্তির জাগরণ,
এ মেলা শুধুই বিনোদন নয়
সচেতনতার অণুরণন।

=============== 

জলি ঘোষ
চন্দননগর, হুগলী, পশ্চিমবঙ্গ

1 comment: