কবিতা ।। স্বপ্নসন্ধানী ।। সুদীপ কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। স্বপ্নসন্ধানী ।। সুদীপ কুমার চক্রবর্তী



স্বপ্নসন্ধানী 

 সুদীপ কুমার চক্রবর্তী


ঘোরতর গৃহী আমি
শুধু অমৃতকুম্ভের সন্ধানে আজন্ম
সন্ন্যাসী হতে চেয়েছি।

ছাপাখানার গলি
কাগজের গন্ধ ওড়া বাদামী পাতার পাঁচালী।

এক অনামী রোদ্দুরের অমলকান্তি 
প্রতি বই উৎসবের সহযাত্রী আমি
সামান্য সঞ্চয় নিয়ে স্বপ্ন কিনে অনি।

ঘোরতর গৃহী আমি
ফকিরের ঝোলা কাঁধে স্বপ্ন সন্ধানী
বইমেলার সামান্য পুস্তকপ্রেমী।
------------------------------------------------------

সুদীপ কুমার চক্রবর্তী। জয়ন্তী গাজীপুর হাওড়া।




No comments:

Post a Comment