কবিতা ।। ইঁদুরকল ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। ইঁদুরকল ।। প্রতীক মিত্র

ইঁদুরকল

প্রতীক মিত্র

গুগল ঘেঁটে জানলাম,
বুদ্ধিমান প্রাণীদের তালিকায় ইঁদুর বেশ ওপরের দিকে।
কলে তাই সে ধরা দেয় না।
খাবারে বৈচিত্র্য, স্বাদ সব চেষ্টা করে দেখেছি।
হয় সে সেই খাবার খায় না
নয়তো খেয়ে পালায়।
আর আমি তাকে বোকা ভেবে ধরেই নিয়েছিলাম 
বাগে আনতে পারবো।
বিষে কাজ হয়নি।
দরজা-জানলা বন্ধ করে কাজ হয়নি।
তাই ইঁদুর কল।
লোকজন বলেছিল,
এই সব আজকাল আর চলে না।
ইঁদুর তাহলে সত্যিই ধূর্ত।
ইঁদুরও আধুনিক।
আর আমি কিস্তিমাতের কথা ভাবছিলাম।
আচ্ছা, তাহলে যারা আমাকে 
বা আমার মতন আরো অনেককে হেলায়
বোকা বানাবে বলে কিস্তিমাত দেবে বলে
চেয়ারে বাহারে রঙ করে সিংহাসন বানাচ্ছে,
ঘুঁটি সাজাচ্ছে নিজের মতন করে;
কলে ফাঁদ পাতছে লোভনীয়...
তারা কি জানে আমার আমাদের সম্ভাবনার কথা?
প্রয়োজনে আমরাও চমক দিতে পারি।
বোকা বানাতে পারি তাদের অতিচালাকিপনাকে।
ভাগ্যিস গুগলে ইঁদুরের কথাই বলা হয়েছে!

===========

প্রতীক মিত্র

কোন্নগর-712235,হুগলী, পশ্চিমবঙ্গ












































































No comments:

Post a Comment