কবিতা ।। স্বপ্ন সন্ধানী ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। স্বপ্ন সন্ধানী ।। অশোক দাশ


স্বপ্ন সন্ধানী

অশোক দাশ


ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে বালুতটে,
পুরানো  পদচিহ্ন  মুছে  যায়  নতুন তরঙ্গে।
সাগর কিনারে প্রেমের বন্ধনে ফোটে নব উচ্ছ্বাস,
অপরূপ ছন্দে লেখা হয় উত্তাল মননের ইতিহাস।

স্বপ্নরা মরে না ইচ্ছেগুলো আকাশ নীলে ডানা মেলে,
সাত সাগর  মন্থন  করে  ছোটে  অমৃত সন্ধানে।
জেদ  অধ্যবসায়  থাকে  যার  গহীন    অন্তরে ,
স্বপ্নপাখি ধরা দেয় গুটিগুটি পায়ে অমল বিশ্বাসে।

দ্বিধা- দ্বন্দ্ব -সংশয়  মুছে  যাক  আতঙ্ক   ভয়,
বিপদ সংকুল  দুর্গম পথেও অসম্ভব নয় জয়।
বরফ  ঢাকা  চাদরে  কত  স্বপ্ন  থাকে   অধরা,
তবুও রহস্য সন্ধানে শৃঙ্গ চূড়ায় ওড়ায় জয়ের ধ্বজা।

===================

অশোক দাশ
ভোজান ,রসপুর ,হাওড়া ,পশ্চিমবঙ্গ ,ভারত।


No comments:

Post a Comment