কবিতা ।। আমার কিশোরবেলা ।। মৃত্যুঞ্জয় হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। আমার কিশোরবেলা ।। মৃত্যুঞ্জয় হালদার

আমার কিশোরবেলা 

মৃত্যুঞ্জয় হালদার


মা ছাড়া ঠাম্মি, জ্যেঠিমা'র কাছে
জ্যাঠার পুত্রস্নেহ 
শৈশবে আছে!

পিতার পরশ হারা পালক পিতা
জন্মের পর শুধু
অপরেই মিতা!

সহজ সরল ছিল জীবন যাপন
সকলের ভালোবাসা
করে নিল আপন।

সবুজ সোহাগে ভরা শৈশবকাল
কৈশোর কিশলয়ে
সকাল বিকাল।

ধূলোমাটি কাদাজলে মাতামাতি বেশ
ফুটবলে ছোটাছুটি
ফুরাতো না রেশ।

মাঠে ঘাটে ঘোরাঘুরি প্রকৃতির সাথে
কথা হতো খোলামেলা
জোছনা জোনাকি রাতে।
............................... ✍️

মৃত্যুঞ্জয় হালদার
গড়িয়া স্টেশন রোড
কলকাতা-৮৪  পশ্চিমবঙ্গ



No comments:

Post a Comment