কবিতা ।। চুপকথা ।। শ্রীমন্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। চুপকথা ।। শ্রীমন্ত সেন


চুপকথা

শ্রীমন্ত সেন

 

জমানো অক্ষরগুলি ছটফট করে বুকে

শুধু কিছু কথকতা বাকি রয়ে গেল বলে,

গোধূলির ম্লান রঙে কী যে ছায়া ভাসে দুখে,

শেষ আলোটুকু বুঝি আজকেও যায় চলে।

 

সারা রাত যাবে আজও নিদ্রাহীন অবসাদে,

সারা রাত থমধরা একরাশ শুধু কালো,

জীবন খণ্ডিত হয় অকরুণ অপবাদে,

নৈঋতের অভিমানে ঝুলে থাকে ম্লান আলো।

 

জলছাপে-জলছাপে কায়াহীন অপলাপে

ডুকরিয়ে কেঁদে ফেরা হাহাকার সব জানে,

যতটুকু মায়া ছিল গহীন সত্যের মাপে

চুপি-চুপি কী যে বলে উতল হাওয়ার কানে।

 

এভাবেই দিনরাত একাকার ভাবঘোরে,

এভাবেই চুপকথা কাঁদে উদয়ের দোরে।  

 ======================

Srimanta Sen,

29/A/1, Bhagirathi Lane,

P.O.- Mahesh,

Dist.- Hooghly,

PIN- 712 202




No comments:

Post a Comment