ছড়া ।। যুদ্ধ চায় না ।। কার্ত্তিক মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

ছড়া ।। যুদ্ধ চায় না ।। কার্ত্তিক মণ্ডল

যুদ্ধ চায় না

কার্ত্তিক মণ্ডল


ভারতবর্ষ শান্তির দেশ,ভ্রাতৃত্বে-
আমরা সব আবদ্ধ
বুকের মাঝে নেতাজী,গান্ধীজী
আর রাম,কৃষ্ণ,বুদ্ধ।

যুদ্ধ নয় শান্তি চাই তার রক্তে,
সারা বিশ্ব তার ঘর
পরের দুঃখে দুঃখিত,জ্বলে বুক
ফালা‌ ফালা‌ অন্তর।

কার‌ও অধিকার হরেনি কখনও,
দখল করেনি অন্য দেশ
সারা বিশ্ব তার আত্মীয়তায় বাঁধা
স্বগর্বে উচ্চারিত সন্দেশ।

যুদ্ধে,  রক্তের স্রোতে মাটি লাল
মানুষের হাহাকার চিৎকার
ভারতবর্ষ কিন্তু মাথা উঁচু ক'রে
মানুষের তরে জানায় ধিক্কার।

-----------------------------------------------

  কার্ত্তিক মণ্ডল
গ্রাম-পশ্চিমবাড়
পোঃ ধনেশ্বরপুর
থানা-পিংলা
জেলা-পশ্চিম মেদিনীপুর





No comments:

Post a Comment