কবিতা ।। রাত ।। নিরঞ্জন মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। রাত ।। নিরঞ্জন মণ্ডল


রাত

নিরঞ্জন মণ্ডল


আকাশ ভরা তারার মাঝে একলা চাঁদের মায়া
তার গায়েতে জড়িয়ে আছে কোন পরানের ছায়া!
এই মাটিতে আকাশ মুখো তাকিয়ে থাকা গাছ
নাড়িয়ে পাতা পতপতিয়ে করছে বুঝি আঁচ।
তিরতিরে জল নদীর বুকে তাই কি জাগে ঢেউ?
ভাবুক হত গহিন রাতে দেখত যদি কেউ।

চাঁদের মায়া ঘাসের বুকে জোছনা হয়ে ঝরে
খুশির খবর ছড়িয়ে গেলে দিক ভোলানো চরে
নিশার ডাকের মতোই ডেকে রাত জাগানো পাখি
নিঝুম গাঁয়ের কপাল ছুঁয়ে পরায় হাতে রাখি।
সেই পরশে ঘুম ছুটিয়ে মুখর হলে  গাঁও
দাঁড় ছপছপ উঠবে দুলে সুর ঝরানো নাও।

সুরের তালে শিমুল ডালে খসবে কিছু পাতা
মধুর ভারে পাতার আড়ে নড়বে সফেদ মাথা
মহুল ফুলের ; শাল পিয়ালের বুকেতে ধুকপুক
দুকান পেতে শোনার পরে কাঠবেড়ালির সুখ
ছড়িয়ে দিয়ে নরম হাওয়ায় তাকিয়ে আকাশ পানে
চনমনিয়ে লেজ নাচাবে কোন সে গোপন টানে!

ঘটলে এসব দিগরেখাতে খুলবে আকাশ দোর
আলতা আবির ছড়িয়ে দিয়ে উঠবে হেসে ভোর।

------------------------------------


নিরঞ্জন মণ্ডল
রাজারহাট/উত্তর24 পরগণা/কোলকাতা-700135।

No comments:

Post a Comment