Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতাগুচ্ছ ।। বিচিত্র কুমার



 

কবিতাগুচ্ছ

বিচিত্র কুমার


ভালোবাসা শব্দটি


কোন এক এলোকেশী একবিংশ শতাব্দীর মেয়ে
ভালোবাসা শব্দটি নিয়ে চলে যাচ্ছে কোন দিকে না চেয়ে,
স্বপ্নিল পৃথিবীতে হেঁটে হেঁটে দু'আঁখিতে স্বপ্ন এঁকে
ইচ্ছে নদীর উতলা তীরের দিকে।
এদিকে চিকিমিকি রৌদ্রে বসে প্রেমিক কবি
কবিতা লিখছে তার অপরূপ দেখে।

ফুল ফুটেছে গাছে গাছে প্রজাপতি উড়ছে 
পাখিরা সুরে সুরে কত না ডাকছে,
কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো ও মেয়ে?
জানি না কে যেন আমায় ডাকে চেয়ে চেয়ে?
রঙতুলিতে আমার ছবি আঁকে
হৃদয় মাঝে খোদায় করে আমায় রাখে।


রূপ ল‍াবণ‍্যের কন্যা 



ফুলে ফুলে সাজেছে রূপ ল‍াবণ‍্যের কন্যা
ফাগুন এলেই পুষ্পে ছড়ায় রুপের শত বন‍্যা,
দীঘলকালো চুলগুলো তার যখন যায় খুলে 
ভালোবাসার কবি আমি সবকিছু যাই ভুলে।

আলতা রাঙা পা দুটি তার সোনার নূপুর পড়া
হলুদ শাড়ির কারুকাজে আঁচলখানি ভরা,
ঝিরিঝিরি ফুলের পাপড়ি ওড়ছিলো তার শাড়ি 
মিষ্টি হেসে বললো কথা অচেনা এক নারী।

হরেকরকম রেশমি চুড়ি রাঙা হাতে পড়া
কলেজ গেটে দাঁড়িয়েছিল ফুল কুমারী নীরা,
কি যে দারুণ লাগছিল তাকে একলা ফাগুনে
শতশত ফুলের মাঝে তার রূপের আগুনে।


মিষ্টি একটা ভালোবাসায়



মিঠারৌদ্রে তোমাকে বহুবার চুল শুখাতে দেখেছি
আমি শুধু মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়ে থেকেছি,
কল্পনাতে বাস্তবে মনে মনে তোমার ছবি এঁকেছি
রঙধনুর সাত রঙে আমি একটা স্বপ্ন সাজিয়েছি।

তুমি পাখির মতো নীড়ে ফিরবে সেই আশায় 
মিষ্টি একটা ভালোবাসায়,
গোলাপ এনে সাজিয়ে রেখেছি ফুলদানীতে
সুযোগ পেলে দিব তোমায়।


সরিষা ফুল


হলুদ বর্ণের ঘোমটা পড়া কী অপরূপ মেয়ে
মিঠারৌদ্রের উষ্ণ ছোয়ায় থাকে আমার দিকে চেয়ে,
ইচ্ছে করে মনের কথা খুলে তাকে কই
মৌমাছিরা গুনগুনিয়ে বলে ও  আমার সই।
কি যে জ্বালা গেল বেলা একটু দূরে রই-
খিলখিলিয়ে হাসে পাখি তোমারটা কই?
লজ্জায় মুখ লাল টুকটুক বুকের মধ্যে ভীষণ অসুখ 
সুদূরেতে লুকিয়ে রাখি মুখ।
____________________________________________
 
 
 
নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল