Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

গল্প ।। সর্বনাশ ।। সান্ত্বনা চ্যাটার্জি


সর্বনাশ

সান্ত্বনা চ্যাটার্জি 


ছাতে সন্ধ্যার আলো ছায়াতে জলের ট্যাঙ্কের  আড়ালে বসে গালে   ঠাস ঠাস চড় মারছিল  টাকু।।না শুধু গালেনয় নিজের সর্বাঙ্গে সজোরে চপেটাঘাত করতে করতে মশাদের  বংশ ধ্বংস  করছিল। 


দুস শালাকি গেরোকেন যে ছাই চিঠিটা লিখতে গেলাম।


চিঠির সংগে মশার কি সম্পর্ক এটাই ভাবছেন তোআছে মশাই ঘোরোতর সম্পর্ক আছে। 

টাকু ওরফে বুড়ো ওরফে আমাদের পাগলাদা আমাদের পাডাতুত দাদা। ভালো নাম একটা আছে কিন্তুঅব্যবহারে সেটিতে মরচে ধরে গেছে।স্কুলে তার নাম ছিল অবিনাশ রায় , কার্যত সেই পোশাকি  নামটি পদবী সহপ্রায় অবলুপ্ত  বলা চলে।অকালে টাক দেখা দেওয়াতে বন্ধুরা টাকু নামেই ডাকত।বুড়ো তার মায়ের  আদরেরডাক আর পাড়াতুতো যত ভাই যেমন আমাদের  সবাকার  পাগলাদা।।


পাগলাদা লেখা পড়ায় মন্দ ছিল না শুনেছিলাম কিন্তু তার একটি ভীষণ বদ অভ্যাস ছিল অতিরিক্ত লেখাতাও আবার কাল্পনিক অনুমান নির্ভর।।


উদাহরণ হিসাবে একটা ঘটনা বেছে নেওয়া যায় একদিন টিফিনের পরে ক্লাস এইট বির দরজার গায়ে সাঁটাকাগজ দেখা দিল 'ধুমপান হইতে সাবধান।টিফিন টাইমে যে বা যে সব ছাত্র  করিডোরে ধোঁয়া ছাড়ো তারাসাবধান।।'

চিরকুট দেখে ছাত্ররা ভয়ানক চ্যাঁচামিচি শুরু করে দিল অঙ্কের সার বিধান বাবু এসে সবাই কে ধমকে বললেন 

'এখানে এত চ্যাঁচামিচি কেনবেল বেজে গেছে শোনো নি। যাও যে যার যায়গায় বসো গিয়ে।'


তার পর চ্যাঁচামিচির কারন জানতে পেরে তিনি তো রেগে আগুন।সর্বনাশ এদিকে এসসর্বনাশ তারশিক্ষককুলের দেওয়া নাম।পাগলাদা বীর দর্পে এগিয়ে আসলে বললেন ' সব কেন লিখেছ? '


স্যার সত্যি বলছি টিফিনের সময় এখানে কেউ মাঝে মাঝেই ধুমপান করেআমি গন্ধ পেয়েছি।

বটেকারুকে দেখেছ কি ?

না তবে অনুমান করতে পারিমনে হয় বিমলকারন বিমল তো টিফিন টাইমেও ক্লাসে বসে থাকে।।

বিমল তো খেপে গিয়ে তেড়ে আসে  -ব্যাটা পাগল কোথাকার মারব এখানে পডবি গিয়ে বাগানে


চুউউউপ সবাই….যে যার যায়গায় গিয়ে বসো।আর সর্বনাশ তুমি কাল বাড়ি থেকে বাবার চিঠি নিয়ে আসবে।

কি চিঠি স্যার।

আমি কম্প্লেন লেটার লিখে দেব তার উত্তর।।

পরে জানা যায় টিফিন টাইমে স্কুলের জমাদার আর দারোয়ান ওখানে হাত ধুতে আসে আর গল্প গুজব করে।তাঁরাই হয় তো…..


এরকম নানান অপকর্মের ইতিহাস আছে  পাগলাদার সারা জীবন স্কুলেকলেজে কোথায় নয়। কিন্তু দুটো চড়চাপড় ছাড়া বিশেষ শাস্তি পেতে হয় নি। পাগল বলেই হয়তো।


কিন্তু আজ যা হয়েছে তা শুধু সর্বনাশ নয় মহা সর্বনাশ। পাগলাদা বিকম পাশ করে  মাস  যাবত ঘরে বসেকোনও চাকরি পায়নি এখন ও।নিজের ঘরে বসে গান শোনে বা পাড়ার চায়ের দোকানে বসে আমাদের নানা গল্পশোনায়বন্ধুদের সাথে আড্ডা দেয় আমাদের পাড়ায় এখন   বেশী বাড়ি হয় নি লোকজন কম। পাগলাদারবাবা বড কন্ট্রাকটার বিল্ডিং মেটিরিয়াল নিয়ে কাজ। নিজেদের দুতলা বাড়ি পাশের জমি ফাঁকা পরে আছেতারপরের জমিটায় একটি তিনতলা ফ্ল্যাট বাড়ি সে বাড়ির দোতলায় ফ্ল্যাটে নতুন ভারাটিয়া এসেছে। সোমনাথচৌধুরি  পরিবার। স্ত্রী দুই পুত্র এবং এক মেয়ে। মেয়েটা চোখে পরার মতন সুন্দরী।কলেজে পড়ে রক্ষনশীলপরিবার। পাগলাদা রাস্তায় আসতে যেতে মেয়েটিকে দেখেছে এবং মুগ্ধ হয়েছে।


পাড়ার বন্ধুদের কাছে জানতে চায় ওদের পরিচয়  টুটলুদা এমন সুযোগ ছাড়তে পারল না। বলে সে কিতুইজানিস না?

কি জানি না।

গৌরি মানে চৌধুরিদের মেয়ে তোর প্রেমে পাগল।

কি যাতা বলছিস।

হ্যাঁ রে আমার ছোটো বোন ডলির কাছে শুনেছি রোজ নাকি তোর কথা জিজ্ঞাসা করে।

ডলি কে চিনল কি করে।

গৌরি তো ডলির স্কুলের বন্ধু।

এই ভাবে কিছু দিন ধরে পাগলাদার মাথাটা আজব কল্পনায় ভরিয়ে দেয়।

গৌরি তোকে ছাড়া কারুকে বিয়ে করবে না। বাবা দাদা রা জোর করে বাড়িতে আটকে রেখেছে যাতে তোর কাছেযেতে না পারে। ওর বিয়ের ঠিক হয়েছে অন্যত্র এবার সে আত্মহত্যা করার কথা ভাবছে।।


পাগলাদার মাথায় সেই চিঠির ভুত চেপে বসল।

কল্পনায় কতবার যে শুভ দৃষ্টি হয়েছেমালা বদল হয়েছে , ব্যাস  পর্যন্ত  বাসর অব্দি যাবার সাহস হয়নি


সে সপ্তাহে মুখ্য মন্ত্রীর কার্যালয় একটি আবেদন জমা পরল এই মর্মেআমরা দুটি প্রাপ্ত বয়স্ক প্রেমিক প্রেমিকাবিবাহে ইচ্ছুক। মেয়েটির বাড়ির লোক তার অন্যত্র বিবাহের ব্যবস্থা করেছে।  বিবাহ হলে মেয়েটা আত্মহত্যাকরবে জানিয়েছে। আমরা অসহায়। দয়া করে সাহায্য করুন।


নাম ঠিকানা দেওয়া হয়েছে দুজনেরই।

সেখান থেকে কালিঘাট থানায় ফোন এসেছেচিঠির কপি পাঠালাম মেলে একটু খোঁজ করে দেখুন।


তার পরে তো সর্বনাশের মাথায় বাড়ি। পুলিশ এসেছে পাড়ায়  খোঁজ নিয়ে আগে মেয়ের বাডি গেছে। টুটলুদাএক ছুটে পাগলাদার বাডি  কি করেছিস আমরা তো ঠাট্টা ইয়ার্কি করছিলাম। এখন যে পুলিশ এসে গেছেএক্ষুনি গা ঢাকা দে।।মেয়ের বাড়ি সবাই খেপে বোম্।পাগলাদার আত্মারাম খাঁচা ছাড়া।


সেই থেকে টাকু ছাতে জলের ট্যাঙ্কের আড়ালে বসে মশার কামড় আর নিজের চর খাচ্ছে।।


টুটুলুদা অবশ্য আশ্বাস দিয়ে গেছে তারা ব্যাপারটা সামলে নেবে।


কিন্তু পারবে কি!


===========

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল