কবিতা ।। নিয়ম ।। বৈশাখী রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। নিয়ম ।। বৈশাখী রায়


          

    নিয়ম

   বৈশাখী রায়


আবার সকাল হলেই নতুন করে,
পাতাবে ওরা ব্যাস্ততার স‌ংসার...
প্রতি রাতে বড় বড় অট্টালিকার কবরে,
শুয়ে পরে সজীব মৃত গুলো।
গোটা সমাজের গোরস্থানে,
কেবল শিয়াল-কুকুর গুলো জেগে!
বিভৎস নির্জনতা নেমেছে।
যদি কবর সুরক্ষা ছেড়ে বেরিয়েছে কেউ,
ছিঁড়ে খাবে ওই মাংস লোলুপ পশু গুলো।
এই ভয়ানক হিংসা-লোভে ভরা মৃত গুলোরও
সুরক্ষিত নয় কেউ!
রাত যত বাড়ছে নিথর হচ্ছে শরীর গুলো।
কেউ সুরক্ষা খুঁজছে, আবার...
আবার কেউ কবরেই শিকার হচ্ছে রোজ ।
তবুও সকাল আর রাতের এই একঘেয়েমি!
চলে আসছে অতীত থেকে ভবিষ্যতের পথ ধরে।
কারন জানে না ওরা ,
তবুও নিয়ম ভাঙেনি কেউ।
                                ________


গ্রাম- ঠাকুরনগর
ডাক- ঠাকুরনগর
জেলা- উত্তর ২৪ পরগনা
পিন- ৭৪৩২৮৭ 
ফোন- ৭৩৬৩৮৫৯৭৯৩ 

No comments:

Post a Comment