ছড়া ।। ভর দুপুরে কী কান্ড ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

ছড়া ।। ভর দুপুরে কী কান্ড ।। দীনেশ সরকার



ভর দুপুরে কী কান্ড


   দীনেশ সরকার


বাজার করে ফিরছি সেদিন
ভরদুপুর বেলাতে
সবজির ব্যাগটা ডানহাতে আর
মাছের ব্যাগ বামহাতে ।
বুড়ো বটকে পিছে ফেলে
এসেছি বাঁশতলায়
অমনি ক'টা চ্যাংড়া ছেলে
ফেললো ঘিরে আমায় ।
দেখতে তারা কেমন যেন
হ্যাংলা-ম্যাংলা-প্যাংলা
বাঁকা বাঁকা মুখগুলো সব
ঠিক যেন পাঁচ বাংলার ।
মাছের ব্যাগটা নিলো কেড়ে
কি করে করবো মানা
দাঁত খিঁচিয়ে বললে, "আঁমরা
মেঁছো ভূঁতের ছাঁনা ।
গঁন্ধ শুঁকে ঠিঁক পৌঁছে যাঁই
মাঁছের ব্যাঁগের কাঁছে
কেঁড়ে খাঁই হাঁত থেঁকে তাঁর
যাঁর যেঁমন মাঁছ আঁছে ।"
শুনেই ভয়ে হাত-পা ঠান্ডা
হাঁটু থরো-থরো
ভূতের পাল্লায় আগে তো আর
পড়িনি এমনতর ।
কি যে করি ভেবে না পাই
"মা----গো  মা----গো" ক'রে
চটি ফেলে ছুটতে ছুটতে
পৌঁছে গেলাম ঘরে ।

***********************************


দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর --- ৭২১৩০৬

No comments:

Post a Comment