কবিতা ।। তোমার প্রতি আমার ।। দেবজ্যোতি পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। তোমার প্রতি আমার ।। দেবজ্যোতি পাল

তোমার প্রতি আমার

দেবজ্যোতি পাল


এক রুগ্ন প্রেম!
বহুমূল্য জহুরী কিংবা খরচে ডেটিং এ নয়,
বাগান থেকে সবে তোলা লাল টকটকে গোলাপে,
তোমার প্রতি আমার মোহময় ভালোবাসা।

এক ব্যতিক্রমী আবেগ !
মনে মনে কথা হয় অহরত কাব্যিক ভাবনায়,
উড়ন্ত পুলকের চিঠি লুকিয়ে অলক্ষ্যে পাঠালাম,
তোমার কাছে আমার আবেগটি জানাতে।

এক চিরন্তন প্রেমের উপন্যাস!
লিখে গেছে কোনও কেউ অঝোরে বৃষ্টির মতো,
এখনও বহু বাকি অন্তিম মুহূর্তের দৃশ্যখানা ,
তোমার প্রতি আমার কুশলের চাহনিতে।

এক সত্যিকারের ভালোবাসা!
নদীর প্রবাহিত পানিকে বাধা দিতে পারে না যেমনি,
শক্তিশালী বোল্ডারেও ভাঙিয়া দিয়া এগোবে ,
তোমার প্রতি আমার বিপদে পাশে থাকিবার বার্তা।

এ এক পৃথিবী চন্দ্রের প্রণয় !
জনমে জনমে অপরাজেয় দৃঢ় অঙ্গীকার,
এই বন্ধন ছিন্ন করা ধ্বংসের সাথে কোলাকুলি,
তোমার প্রতি আমার উজাড় করা প্রেমে ।।

============


দেবজ্যোতি পাল
ভান্ডারদহ, ডোমজুড় , হাওড়া - ৭১১৪১১

No comments:

Post a Comment